নেত্রকোনায় ভারতীয় তেজপাতাসহ তিনজন আটক
আপডেটঃ 8:16 pm | February 20, 2017
শাহজাদা আকন্দ, নেত্রকোনা প্রতিনিধি ঃ নেত্রকোনা মডেল থানার পুলিশ গতকাল সোমবার ভোরে ভারত থেকে অবৈধ পথে পাঁচার হয়ে আসা ট্রাক ভর্তি তেজপাতাসহ তিনজনকে আটক করেছে।
পুলিশ জানায়, নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধ ভাবে পাঁচার হয়ে আসা তেজপাতা একটি ট্রাকে ভরে ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছে এ ধরনের গোপন সংবাদের ভিত্তিতে নেত্রকোনা মডেল থানার পুলিশ গত সোমবার ভোরে নেত্রকোনার হোসেনপুরস্থ আন্তঃজেলা বাস টার্মিনাল এলাকায় অবস্থায় নেয়। ভোর ৬টার দিকে সন্দেহ জনক ট্রাকটিকে থামিয়ে পুলিশ তল্লাশি চালিয়ে তেজপাতার সন্ধান পান। এ সময় পুলিশ চালক, হেলপারসহ তিন জনকে আটক করে থানায় নিয়ে আসে।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ছানোয়ার হোসেন তেজপাতা আটকের কথা স্বীকার করে বলেন, ট্রাক থেকে ১হাজার ১শ ৯০কেজি তেজপাতা উদ্ধার করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে বিষেশ ক্ষমতা আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।