জাককানইবিসাসের দায়িত্বে লিজন-ওয়াহিদ
আপডেটঃ 7:19 pm | February 21, 2017

মোঃ ওয়াহিদুল ইসলাম, বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ২০১৭–১৮ বছরের কার্যনির্বাহী কমিটির সভাপতি হয়েছেন মেহেদী জামান লিজন এবং মোঃ ওয়াহিদুল ইসলাম সাধারণ সম্পাদক হয়েছেন।
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (জাককানইবিসাস) ২০১৭–১৮ বছরের কার্যনির্বাহী কমিটিতে দৈনিক তৃতীয় মাত্রার বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মেহেদী জামান লিজনকে সভাপতি এবং দৈনিক ভোরের ডাক ও বাংলা ট্রিবিউনের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মোঃ ওয়াহিদুল ইসলামকে সাধারণ সম্পাদক করে নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
২০ ফেব্রুয়ারী (সোমবার) জাককানইবিসাসের নতুন কমিটির উপদেষ্টা পরিষদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গতকাল সোমবার সকালে উপাচার্যের সেমিনার কক্ষে উপাচার্য প্রফেসর ড. মোহিত উল আলম কে প্রধান পৃষ্ঠপোষক করে ৮ সদস্যের এক কমিটি ঘোষণা করেন সদ্যবিদায়ী সভাপতি–সাধারণ সম্পাদক।
কমিটির অন্য সদস্যরা হলেনঃ সহ–সভাপতি রাশেদ সৌরভ (ক্যাম্পাস লাইভ), যুগ্ম–সম্পাদক আরিফুল ইসলাম(বাংলাদেশ মেইল), সাংগঠনিক সম্পাদক বদরুল আলম বিপুল(ব্রেকিং নিউজ), অর্থ সম্পাদক মো. আব্দুল্লাহ আল মামুন(ময়মনসিংহ ডিভিশন২৪), প্রচার সম্পাদক ও দপ্তর সম্পাদক মো. আব্দুল্লাহ আল ফাহিম (তুহিন) (ক্যাম্পাস টাইমস) এবং সদস্য মোঃ জসিম আহমেদ( একাত্তর নিউজ)।
এ ছাড়া এই কমিটির উপদেষ্টা–১ হিসেবে সজিব আহমেদ (দৈনিক সকালের খবর) এবং উপদেষ্টা–২ হিসেবে আজিজার রহমান (দৈনিক কালের কন্ঠ) রয়েছেন।
নবগঠিত এ কমিটিকে অভিনন্দন জানিয়েছেন জাককানইবি উপাচার্য প্রফেসর ড. মোহিত উল আলম, রেজিস্ট্রার (দায়িত্বপ্রাপ্ত) ড. মোঃ হুমায়ুন কবীর,উপ–পরিচালক (জনসংযোগ) এস এম হাফিজুর রহমান।