মাতৃভাষা দিবস উপলক্ষ্যে ভালুকায় ফ্রি চিকিৎসা ক্যাম্প
আপডেটঃ 7:59 pm | February 21, 2017
ভালুকা প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় আর্ন্তুজাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে তিন হাজার গরীব ও দুস্থ্য রুগীর মাঝে বিণামূল্যে ব্যবস্থাপত্র ও ঔধষ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার ভারাডোবা সরকারী প্রাথামিক বিদ্যালয় মাঠে দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্পের উদ্বোধন করেন, ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডা. নুরুল হুদ। এ সময় অধ্যাপক ডা. মো: আজিজুল হকের নেতৃত্বে নাক, কান ও গলা, অথ্যপ্যাডিক, শিশু, গাইনি ও মেডিসিন বিভাগের ২৬ জন ডাক্তার এলাকার প্রায় তিন হাজার গরীব ও দুস্থ্য রুগীর মাঝে বিণামূল্যে ব্যবস্থাপত্র ও ঔধষ বিতরণ করেন।