ঈশ্বরগঞ্জের ছাত্র সমাজের নতুন কমিটি গঠন সভাপতি সরোয়ার, সম্পাদক সুজন
আপডেটঃ 8:30 pm | February 22, 2017

ঈশ্বরগঞ্জ প্রতিনিধি:ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা ছাত্র সমাজের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। গত রোববার জেলা ছাত্র সমাজের আহ্বায়ক মো. সাব্বির হোসেন ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক রুকনুজ্জামান ৫১ সদস্য বিশিষ্ট ঈশ্বরগঞ্জ উপজেলা ছাত্র সমাজের পূর্নাঙ্গ কমিটির অনুমোদন দেন। নতুন গঠিত পূর্ণাঙ্গ কমিটিতে এইচ.এম সারোয়ারকে সভাপতি ও আতিকুল ইসলাম সুজনকে সাধারণ সম্পাদক করা হয়েছে। গতকাল বুধবার নব গঠিত উপজেলা ছাত্র সমাজের পূর্ণাঙ্গ কমিটি তালিকা প্রকাশ করা হয়। দীর্ঘ দিন আহ্বায়ক কমিটি থাকার পর জেলা কমিটি ছাত্র সমাজের পূর্ণাঙ্গ কমিটি দেওয়ায় সংগঠনটির কর্মীরা উজ্জীবিত।