খালিয়াজুরী ক্ষেত মজুর সমিতির স্মারকলিপি
আপডেটঃ 2:17 am | February 23, 2017
শাহজাদা আকন্দ, নেত্রকোনা প্রতিনিধি ঃ দশ টাকা কেজি দরের চাল বিতরণে অনিয়ম বন্ধ, পল্লী রেশনিং ব্যবস্থা চালু এবং টিআর, কাবিখা, ভিজিএফ, ভিজিডিসহ গ্রামীণ বরাদ্দে অনিয়ম-দুর্নীতি বন্ধের দাবিতে গতকাল বুধবার দুপুরে খালিয়াজুরী উপজেলা নির্বাহী অফিসারের কাছে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি খালিয়াজুরী উপজেলা শাখার নেতৃবৃন্দ।
এ সময় বাংলাদেশ ক্ষেত মজুর সমিতি খালিয়াজুরী উপজেলা শাখার সভাপতি সঞ্জয় সরকার, সাধারণ সম্পাদক রাকেশ সরকার, সিপিবির উপজেলা শাখার সাধারণ সম্পাদক গোলাম রব্বানী, সহ-সাধারণ সম্পাদক মোহন দেব রায় প্রমুখ উপস্থিত ছিলেন।