মাস্টার প্ল্যান প্রণয়নের উপর নেত্রকোনা পৌরসভার মত বিনিময় সভা
আপডেটঃ 7:16 pm | February 23, 2017
নেত্রকোনা প্রতিনিধি ঃ আগামী প্রজন্মের জন্য একটি সুন্দর বাসযোগ্য নগরী গড়ে তোলার লক্ষ্যে নেত্রকোনা পৌরসভার উদ্যোগে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর ও ডেভেলপমেন্ট ডিজাইন কনসালটেন্টস (ডি.ডি.সি) লিঃ সহযোগিতায় গতকাল বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২ টার দিকে পৌরসভার হলরুমে ‘মাস্টার প্ল্যান প্রণয়ন’-এর উপর দ্বিতীয় মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
পৌর মেয়র আলহাজ্ব নজরুল ইসলাম খানের সভাপতিত্বে মাস্টার প্ল্যান প্রণয়ন–এর উপর দ্বিতীয় মত বিনিময় সভায় বক্তারা যানজট নিরসনকল্পে অবিলম্বে বাইপাস সড়ক নির্মাণ, জেলা শহরের রাস্তাঘাট প্রশস্তকরণ, মগড়া নদীর দুই পাড় দখলমুক্ত করে সেখানে ফুট ওয়াকওয়ে নির্মাণসহ পরিকল্পিত নগরায়নের উপর গুরুত্বারোপ করেন। সভায় উপস্থিত ছিলেন, ডিডিসি লিমিটেডের প্রজেক্ট টিম লিডার মোক্তার আলী, ড. মহসীন উদ্দিন মোহাম্মদ, চন্দ্রনাথ ডিগ্রী কলেজের অধ্যক্ষ গোলাম রসুল তালুকদার, কৃষকলীগ নেতা কেশব রঞ্জন সরকার, সমীর ভদ্র রানা সহ পৌর কাউন্সিলরবৃন্দ। সভায় বক্তারা, বিগত ২০১১ সালে প্রণিত সুদুর প্রসারী পরিকল্পনা আদো বাস্তবায়িত না হওয়ায় ক্ষোভ প্রকাশ করা হয়।