নেত্রকোনায় দূর্নীতি প্রতিরোধ কমিটির সভা
আপডেটঃ 7:19 pm | February 23, 2017
শাহজাদা আকন্দ, নেত্রকোনা প্রতিনিধি ঃ ‘দেশ প্রেমের শপথ নিন, দূর্নীতিকে বিদায় দিন’ এই স্লোগানকে সামনে রেখে নেত্রকোনা জেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বেগম রোকেয়ার সভাপতিত্বে সম্পাদক আলী আমজাদ খান আন্টুর সঞ্চালনায় সমন্বয় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক ড. মোঃ মুশফিকুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দুর্নীতি দমন কমিশন ময়মনসিংহ কার্যালয়ের উপ–পরিচালক জাহাঙ্গীর আলম। সমন্বয় সভায় ১০ উপজেলার দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সম্পাদকবৃন্দ ছাড়াও সুশীল সমাজের প্রতিনিধি, সামাজিক, সাংস্কৃতিক নেতৃবৃন্দ ও সাংবাদিকগন অংশ গ্রহন করেন। সভায় সুশীল সমাজের প্রতিনিধিরা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির নেতৃবৃন্দকে সমাজের রন্ধে রন্ধে ছড়িয়ে পড়া দুর্নীতির বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নেয়ার আহবান জানান।