জয়নুল উদ্দ্যানে মসজিদ নির্মাণ কাজের উদ্বোধন করেন মেয়র টিটু
আপডেটঃ 2:42 am | February 25, 2017

মো: মেরাজ উদ্দিন বাপ্পী : ময়মনসিংহ পৌরসভার প্রকৌশল বিভাগের উদ্যোগে জয়নুল উদ্দ্যানে মসজিদ নির্মাণ কাজের উদ্বোধন করেন পৌর মেয়র মোঃ ইকরামুল হক টিটু।
শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে ব্রম্মপুত্র নদের পার্কে ফলক উন্মচন করে জয়নুল উদ্দ্যানে মসজিদ নির্মাণ কাজ উদ্ধোধন করা হয়। উদ্বোধনীর পূর্বে বিশেষ মোনাজাত করা হয়।
এ সময় ৪ নং ওয়ার্ড কাউন্সিলর মাহ্বুবুর রহমান দুলাল, স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক মো: সোহেল গনিসহ এলাকার সুধীবৃন্দ উপস্থিত ছিলেন।