ব্রহ্মপুত্র ভ্যালী ফুড গার্ডেনের উদ্বোধন করেন মেয়র টিটু
আপডেটঃ 2:49 am | February 25, 2017

মো: মেরাজ উদ্দিন বাপ্পী : ময়মনসিংহ সগরীর জয়নুল উদ্দ্যান পার্কে নতুন সাজে সজ্জিত ব্রহ্মপুত্র ভ্যালী ফুড গার্ডেনের উদ্বোধন করেন পৌর মেয়র মোঃ ইকরামুল হক টিটু।
শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) রাতে ব্রম্মপুত্র নদের পার্কে ফিতা কেটে ব্রহ্মপুত্র ভ্যালী ফুড গার্ডেনের উদ্ধোধন করা হয়। উদ্বোধনীর পূর্বে বিশেষ মোনাজাত করা হয়।
এ সময় ৪ নং ওয়ার্ড কাউন্সিলর মাহ্বুবুর রহমান দুলাল, স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক মো: সোহেল গনি, শরিফুল ইসলাম শরিফ, ফুড গার্ডেনের ব্যবস্থাপনা পরিচালক আদনান আহম্মেদসহ সংশ্লিষ্ট কর্মকর্তা, সুধীবৃন্দ উপস্থিত ছিলেন।