বাংলাদেশ খাদ্য পরিদর্শক সমিতি ময়মনসিংহ জেলা শাখার কমিটি গঠন
আপডেটঃ 2:41 pm | February 25, 2017

মো: মেরাজ উদ্দিন বাপ্পী : বাংলাদেশ খাদ্য পরিদর্শক সমিতির ময়মনসিংহ জেলার ৫৫ জন সদস্যের সর্ব সম্মতি এবং সমর্থনে ২০১৭-১৯ মেয়াদের নতুন পূর্নাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।
শনিবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে খাগডহর জেলা ইউনিটের নিজ কার্যালয়ে এক জরুরী সভায় বাংলাদেশ খাদ্য পরিদর্শক সমিতি ময়মনসিংহ জেলা ইউনিট কমিটি গঠন করা হয়।
সভাপতি সিদ্বার্থ শংকর তালুকদার, সহ-সভাপতি মো: আব্দুল হালিম, সাধারন সম্পাদক ইসরাত আহমেদ পাপেল, যুগ্ন সাঃ সম্পাদক মো ফয়সাল পাঠান, সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন খান পাঠান।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খাদ্য পরিদর্শক ময়মনসিংহ বিভাগের সহ-সভাপতি শাহ্ মো: মাজহারুল ইসলাম কামাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রধান তথ্য ও প্রযুক্তি সম্পাদক কর্ণেলিউস চিছিম, ময়মনসিংহ বিভাগীয় অর্থ সম্পাদক আবদাল হোসেন, তথ্য যোগাযোগ ও প্রযুক্তি সম্পাদক এ বি এম ফজলে রানা।