ডা. আকবর আলী ফকিরের মৃত্যুবার্ষিকী
আপডেটঃ 7:28 pm | February 27, 2017
সেলিম রানা (ফুলপুর প্রতিনিধি)ঃ ২৮ ফের্রুয়ারি মরহুম আলহাজ্ব ডা. আকবর আলী ফকিরের প্রথম মৃত্যুবার্ষিকী ।তিনি ফুলপুর হাসপাতালের অবসরপ্রাপ্ত ফার্মাস্টিও সততা রাইস মিলের মালিক ছিলেন । এদিন তিনি ফুলপুরস্থ বওলাকান্দা গ্রামের বাড়ি থেকে ছনকান্দা বাজারস্থ নিজ বাসায় ফেরার পথে ট্রলি চাপায় আহত হয়ে মারা যান ২০১৬ সালের ২৮ শে ফের্রুয়ারি। পরিবারের পক্ষ থেকে মরহুমের মেয়ে ডা. ফজিলাতুন্নেছা হালিমা সকলে কাছে তার আত্মার মাগফিরাতও দোয়া কামনা করেছেন ।