ময়মনসিংহ জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান নির্বাচিত মমতাজ উদ্দিন মন্তা, মাহমুদুল হক সায়েম ও ফারজানা বিউটি
আপডেটঃ 11:00 am | February 28, 2017

ইব্রাহিম মুকুট ॥ গতকাল সকালে ময়মনসিংহ জেলা পরিষদ সম্মেলন কক্ষে ময়মনসিংহ জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান নির্বাচিত করা হয়। জেলা পরিষদের নির্বাচিত চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রথম কার্যদিবসের পরবর্তী এক মাসের মধ্যে প্যানেল চেয়ারম্যান নির্বাচিত করতে হবে। সর্বসম্মতিতে প্যানেল চেয়ারম্যান ১ মমতাজ উদ্দিন মন্তা ও প্যানেল চেয়ারম্যান ২ মাহমুদুল হক সায়েম নির্বাচিত হন। অপর মহিলা প্যানেল চেয়ারম্যান আরজুনা কবীর ভূট্রো ফারজানা বিউটির মধ্যে ভোটা ভূটি হয়। এতে ফারজানা বিউটি ১৬ ভোট পেয়ে প্যানেল চেয়ারম্যান নির্বাচিত হয়।