ভালুকায় ভ্রাম্যমান ও ভেজাল বিরোধী অভিযানে জরিমানা
আপডেটঃ 11:07 am | February 28, 2017
শেখ আজমল হুদা মাদানী, ভালুকা ॥ ময়মনসিংহের ভালুকায় ভ্রাম্যমান ও ভেজাল বিরোধী যৌথ অভিযানে ১১ ব্যবসায়ীকে ২১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ২৭ ফেব্রুয়ারি সোমবার সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্যাহ আল জাকির অভিযান চালিয়ে বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত জননী, রেখা, আপন, মৌমনি ও মুসলিম জুয়েলারী ব্যবসায়ীকে এক হাজার টাকা করে জরিমানা করেন। একই সময় ভূক্তা অধিকার অধিদপ্তর ময়মনসিংহের সহকারী পরিচালক দেবানন্দ সিনহা বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত রাজলক্ষী মিষ্টান্ন ভান্ডারকে এক হাজার টাকা, পুড়াবাড়ি মিষ্টি দোকান মালিককে ৫ হাজার, ও ধামরাই মিষ্টান্ন ভান্ডারকে ৬ হাজার এবং জাকারিয়া স্টোর দুই হাজার ও সুজনের খাবার হোটেলকে এক হাজার ৫০০ টাকা জরিমনা করেন। এ সময় ওজনে কম দেয়ায় ফল ব্যবসায়ী তোফাজ্জলকে ৫০০ টাকা জরিমানা করা হয়।