৭৫ বোতল ফেন্সিডিল ও ০২টি মোবাইল সেটসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।
আপডেটঃ 11:53 am | March 01, 2017

বিজ্ঞপ্তি ॥ ২৮ ফেব্রুয়ারি ২০১৭ ইং তারিখ দুপুর ১৩.৩৫ ঘটিকায় র্যাব–১৪, সিপিসি–৩, ভৈরব ক্যাম্পের একটি আভিযানিক দল কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে স্কোয়াড কমান্ডার এডি চন্দন দেবনাথ এর নেতৃত্বে¡ কিশোরগঞ্জ জেলার ভৈরব থানাধীন ভৈরব টোলপ্লাজার ৫০ গজ সামনে নাটালের মোড় ঢাকা সিলেট হাইওয়ে রাস্তার বামপার্শ্ব হতে মাদক ব্যবসায়ী রাবেয়া (৪০) স্বামী– শাহার মিয়া, সাং– আদমপুর, থানা–বিজয়নগর, জেলা–বি–বাড়িয়াকে ৭৫ বোতল ফেন্সিডিল, ০২টি মোবাইল সেটসহ গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামী এবং উদ্ধারকৃত মাদকদ্রব্য (ফেনসিডিল), মোবাইল সেট মামলা মূলে থানায় হস্তান্তর করা হয়েছে।