ময়মনসিংহের খান ট্রেডিং কর্পোরেশন এর ডাচ বাংলা রকেট এজেন্ট ইউসুফ মনির রাজু ২দিন যাবৎ নিখোঁজ
আপডেটঃ 12:42 am | March 02, 2017

স্টাফ রিপোর্টার ॥ ময়মনসিংহের বড় বাজারের খান ট্রেডিং কর্পোরেশন এর ডাচ বাংলা রকেট এজেন্ট এ কর্মরত ময়মনসিংহ শহরের চরপাড়া বাজার সংলগ্ন ব্রাম্মপল্লী রোড ৫৫/১ পুরহিতপাড়ার বাসিন্ধা মো: ইউসুফ মনির রাজু ২৮ ফেব্রয়ারী বিকাল ৫টা হতে নিখোঁজ হয়েছেন বলে জানাগেছে। পারিবারিক সুত্র জানায়, ২৮ ফেব্রয়ারী বিকাল ৫টায় ছোটবাজার ডাচবাংলা ব্যাংক হতে বের হয়ে যাওয়ার পর থেকে তিনি নিখোজ হয়েছেন। তার আত্বীয় স্বজনের বাড়ী খোজাখুজি করা হয়েছে। তার মোবাইল নম্বর ০১৮২১৪৫১১৯৮। স্বামী নিখোঁজ হয়ে স্ত্রী কামরুন্নাহার ও ছেলে ইফতি মেয়ে দিনা বারবার মুর্ছা যাচ্ছেন। এছাড়া রাজুর পিতা মাতা ভাই বোন সকলের তার জন্য চিন্তায় অস্তির হয়ে পরেছেন। এ ব্যাপারে কোতোয়ালী মডেল থানায় জিডি এন্ট্রি করা হয়েছে। জিডি নং ১৬, তাং ১/৩/১৭ইং। নিখোঁজ মো: ইউসুফ মনির রাজুর কোন সন্ধান পাওয়া গেলে ময়মনসিংহ শহরের চরপাড়া বাজার সংলগ্ন ব্রাম্মপল্লী রোড ৫৫/১ পুরহিতপাড়ার বাসায় যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।