দি ফারমার্স ব্যাংক এর উদ্যোগে মুক্তিযোদ্ধার স্ত্রীকে ৫০ হাজার টাকার চেক প্রদান করেন বীরমুক্তিযোদ্ধা মাহবুবুল হক বাবুল চিশতি
আপডেটঃ 12:56 am | March 02, 2017
স্টাফ রিপোর্টার ॥ দি ফারমার্স ব্যাংক লি: ময়মনসিংহ শাখা কার্যালয়ে গত ০১ মার্চ সকালে দি ফারমার্স ব্যাংক লিমিটেড এর অডিট কমিটির চেয়ারম্যান ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের তথ্য ও গবেষণা সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মাহাবুবুল হক চিশতি (বাবুল চিশতি) ময়মনসিংহ শহরের ১৩১ ফুলবাড়ীয়া রোডের বীর মুক্তিযোদ্ধা মো: নজরুল ইসলামের ক্যান্সারে আক্রান্ত স্ত্রীর চিকিৎসার জন্য ৫০ হাজার টাকার চেক প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগ ময়মনসিংহ জেলা শাখার সাধারণ সম্পাদক এড. মোয়াজ্জেম হোসেন বাবুল, বীর মুক্তিযোদ্ধা জিয়াউল হক, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ ময়মনসিংহ জেলা শাখার সভাপতি এড. নূরুজ্জামান খোকন, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ ময়মনসিংহ মহানগর শাখার আহবায়ক মো: মোফাখখার হোসেন খোকন, ময়মনসিংহ জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সাজ্জাদ জাহান চৌধুরী শাহীন। এছাড়াও ব্যাংকের কর্মকর্তা/কর্মচারীগণ উপস্থিত ছিলেন।