জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন জেলা শাখার মত বিনিময় সভা অনুষ্ঠিত
আপডেটঃ 8:19 pm | March 04, 2017

স্টাফ রিপোর্টার : জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম) ময়মনসিংহ জেলা শাখার আয়োজনে এক মতবিনিময় সভা গতকাল বিকালে শহরের ধোপাখলা স্টার কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। ময়মনসিংহ জেলা শাখার আহবায়ক সোহেল মড়লের সভাপতিত্বে মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে জাতীয়বাতাবাদী গণতান্ত্রিক আন্দোলনের দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব এম.এ বাশার, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাংগঠনিক সম্পাদক সাহেদ সাদমান স্বপ্ন। প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা কমিটির যুগ্ম আহবায়ক আবু বাহারুল আলম মজনু। যুগ্ম আহবায়ক শ্রী লিটন পালের সঞ্চালনায় অন্যান্যদের মাঝে আরো বক্তব্য রাখেন সাইফুর রহমান ফরিদ, ঈশ্বরগঞ্জে আহবায়ক বাচ্চু সেন, গৌরীপুরের আহবায়ক পারভেজ আহবায়ক, গণতান্ত্রিক আন্দোলনের ছাত্রনেতা শহিদ মিয়া, শামিম শেখ, সাজু মিয়া, রনি, তানজিল, পিয়াস, আরমান, সিজান, শাওন, আরিফ, আশিক, আমিনুল, মাহমুদুল প্রমুখ নেতৃবৃন্দ। বক্তারা ২০১৯ সালে জাতীয় নির্বাচনে যেন কোন প্রকার অগণতান্ত্রিক নির্বাচন না হতে পারে সে জন্য সকলকে সজাগ থাকতে হবে। বক্তারা বর্তমান সরকারের উন্নয়নের প্রশংসা সহ মুক্তিযুদ্ধের চেতনায় কার্যক্রমে এগিয়ে যাওয়ার জন্য সকলের প্রতি আহবান জানান।