ত্রিশালে জেএমবি সন্দেহে আটক ১
আপডেটঃ 8:52 pm | March 09, 2017
ত্রিশাল প্রতিনিধিঃ ময়মনসিংহের ত্রিশালে জামায়াতুল মুজাহেদিন বাংলাদেশের (জেএমবি) সন্দেহে আবু রায়হান বিন সাদেক (৩০) নামে এক যুবককে আটক করেছে থানা পুলিশ।
বুধবার রাতে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। রায়হান উপজেলার হরিরামপুর ইউনিয়নের সাউদকান্দা গ্রামের বাসিন্দা সাদেকুল ইসলামের ছেলে। নাশকতার পরিকল্পনাকারী সন্দেহে আটক করা হয়েছে বলে জানায় ত্রিশাল থানা পুলিশ।
ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, তাকে নাশকতার পরিকল্পনাকারী সন্দেহে আটক করা হয়েছে। ইতিপূর্বে তার বিরুদ্ধে সন্ত্রাস দ,ন আইনে মামলা ছিল।