জামালপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত
আপডেটঃ 2:19 am | March 11, 2017

মোঃ রিয়াজুর রহমান লাভলু ॥ ‘দুর্যোগ প্রস্তুতি সারাক্ষণ, আনবে টেকসই উন্নয়ন’ এই প্রতিপাদ্যের আলোকে সারাদেশের মতো গতকাল শুক্রবার জামালপুরেও বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস। এ উপলক্ষ্যে সকালে স্থানীয় বকুলতলা চত্বর হতে বের হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। শহর প্রদক্ষিণের পর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ শাহাবুদ্দিন খান। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাসেল সাবরিনের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) খন্দকার আব্দুল্লাহ আল মাহমুদ, জেলা আওয়ামী লীগের সহসভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা, সহকারী পুলিশ সুপার (হেড কোয়ার্টার) ইউনুছ আলী, জেলা শিক্ষা কর্মকর্তা মোখলেছুর রহমান, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জেসমিন আরা খানম, উন্নয়ন সংঘের মানব সম্পদ বিভাগের পরিচালক জাহাঙ্গীর সেলিম, ফায়ার সার্ভিস কর্মকর্তা আব্দুর রাজ্জাক, ঢাকা আহছানিয়া মিশনের সমন্বয়কারী তপন সরকার, জেলা ব্র্যাক প্রতিনিধি শফিকুল ইসলাম, তরঙ্গ মহিলা কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক শামীমা খান, ইসলামিক রিলিফের প্রতিনিধি আবু জাফর, প্রশিপস নির্বাহী পরিচালক রফিকুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে উন্নয়ন সংঘ, ব্র্যাক, ঢাকা আহছানিয়া মিশন, অপরাজেয় বাংলাদেশ, প্রাস, সিফটিং দি পাওয়ার প্রকল্প, ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স, প্রশিপস, ইসলামিক রিলিফ, দিশা বহুমূখী সংস্থাসহ বিভিন্ন সরকারি, বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন।