রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন করেন মেয়র টিটু
আপডেটঃ 7:25 pm | March 11, 2017

মো: মেরাজ উদ্দিন বাপ্পী, ময়মনসিংহ : ময়মনসিংহ পৌরসভার প্রকৌশল বিভাগের আওতায় ঘুন্টি ঈদগাহ মাঠের পাশের রাস্তা সি.সি দ্বারা উন্নয়ন কাজের উদ্বোধন করেন পৌরসভার মেয়র মো: ইকরামুল হক টিটু।
শনিবার বিকেলে ১ নং ওয়ার্ডের ঘুন্টি ইদগাহ মাঠের পাশে ফলক উন্মোচন করে উন্নয়ন কাজের শুভ উদ্ধোধন করেন মেয়র টিটু।
এর আগে নগরীর মাসকান্দা গনশার মোড় আকবর ব্যাপারী ও আশরাফ আলীর বাসা হইতে হায়াত উল্লাহর বাসা পর্যন্ত বাইলেন রাস্তার উন্নয়ন কাজের উদ্ধোধন করেন মেয়র টিটু।
এসময় ১ নং ওয়ার্ড কাউন্সিলর মো: আসাদুজ্জামান দুদু, ব্যাংকার নুরইসলাম, দারব আলী, মুখলেস, জজ মিয়াসহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্ঘ উপস্থিত ছিলেন।