১৭দিনেও খোঁজ মিলেনি আতিকুলের
আপডেটঃ 11:28 pm | March 11, 2017
ত্রিশাল প্রতিনিধি ॥ ময়মনসিংহের ত্রিশালে ১৪দি ধরে নিখোজ আতিকুলকে খোজে পায়নি তার পরিবারের সদস্যরা। পরিবার সূত্রে জানায়ায়, ২৩ ফেব্রুয়ারী উপজেলারমঠবাড়ী ইউনিয়নের অলহরি গ্রামের হাবিবুর রহমানের ছেলে একমাত্র উপার্জনশীল আতিকুল ইসলাম(৩৫) তার কর্মস্থল ঢাকার গুলশান প্যারামাউন্ট টেক্সটাইল লিঃ এ যাওয়ার উদ্যেশ্যে বাড়ী থেকে কর্মস্থলের উদ্দেশ্যে রওনা দেয়। তার বাবা পরবর্তীতে সময়ে ফোনে তার সাথে যোগাযোগ করে পায়নি। পরে তার পরিবারের সদস্যরা তার অফিসে যোগাযোগ করলে অফিস থেকে বলেন আতিকুল অফিসে আসেনি। এ ঘটনায় বিভিন্ন জায়গায় খোজা খোজির পর সন্ধান না পেয়ে তার বাবা হাবিবুর রহমান ৭ মার্চ ত্রিশাল থানায় একটি জিডি করেন।