ফুলপুরে প্রডাক্ট প্রমেশন এবং সাংস্কৃতিক অনুষ্ঠান
আপডেটঃ 11:35 pm | March 11, 2017
সেলিম রানা.ফুলপুর ॥ ময়মনসিংহ ফুলপুর উপজেলার শুক্রবার বিকালে ৩ টায় ভাইটকান্দি স্কুল এন্ড কলেজ খেলা মাঠে নমি ভেটেরিনারি এন্ড পোল্ট্রি ফিড কর্তৃক আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে ।
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শরীফ আহম্মেদ (এম পি) সংসদ,সদস্য । বিশেষ অতিথি উপস্থিত ছিলেন প্রফেসর ডাঃ আর আই সরকার (চেয়ারম্যান কৃষিবিদ র্ফাস মেশিনারী এন্ড অটোমোবাইলস লিঃ) , উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মো ঃ রানা মিয়া , আবু হেনা মোস্তফা কামাল ,
মো ঃ রিয়াজ তালুকদার ,বীর মুক্তিযোদ্ধা এম এ হাকিম সরকার , মো ঃ আব্দুল খালেক সদস্য জেলা ময়মনসিংহ , উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মাদ হাবিবুর রহমান (হাবিব) , ওসি আলী আহম্মেদ মোল্লা অফিসার ফুলপুর থানা ,বাবু শশধর সেন সভাপতি যুবলীগ আওয়ামীলীগ , সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান মো ঃ আলাউদ্দিন আহমদ ৩নংভাইটকান্দি ,
সৌজন্য ব্রাক প্রশিক্ষণ প্রাপ্ত মো ঃ আনারুল হক , ডা. মো ঃ ওমর ফারুক ,সাবেক ছাত্রলীগ সভাপতি মো ঃ মনিরুল হাসান টিটু ,সাবেক ছাত্রলীগ সাধারণ সম্পাদক মো ঃ মাহবুবুর রহমান , অধ্যাক্ষ মো ঃ বিল্লাল হোসেন ভাইটকান্দি স্কুল এন্ড কলেজ ,সাবেক প্রধান শিক্ষক আব্দুল আহাদ ,ভাইটকান্দি স্কুল এন্ড কলেজ ,মো ঃ আব্দুল মজিদ আওয়ামীলীগ নেতা ৩নংভাইটকান্দি ইউনিয়ন , মো ঃ খোকন মিয়া , মো ঃ আক্তার মাসুদ ছাত্রলীগ , মো ঃ এনামুল হক ছাত্রলীগ ,মো ঃ আজহারুল ইসলাম যুবলীগ।