জাহাঙ্গীর চেয়ারম্যানের উপর হামলায় মহানগর আওয়ামীলীগের তীব্র নিন্দা জ্ঞাপন
আপডেটঃ 11:40 pm | March 11, 2017
স্টাফ রিপোর্টারঃ ময়মনসিংহ মহানগর আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব এহতেশামুল আলম এবং সাধারন সম্পাদক আলহাজ্ব মোহিত উর রহমান শান্ত এক যুক্ত বিবৃতিতে মহানগর আওয়ামীলীগ নেতা ৬নং ঈশ্বরদিয়া ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব মোর্শেদুল আলম জাহাঙ্গীরের উপর বর্বরোচিত হামলার তীব্র নিন্দা জ্ঞাপন করেছেন। বিবৃতিতে নেতৃবৃন্দ অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের ব্যবস্থা গ্রহন করার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন।
জাহাঙ্গীর চেয়ারম্যান এর উপর
হামলাকারীদের গ্রেফতার করুন
গত ৯ই মার্চ রোজ বৃহস্পতিবার ৬নং চর ঈশ্বরদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোর্শেদুল আলম জাহাঙ্গীরকে সুপরিকল্পিতভাবে একদল দুস্কৃতিকারী হামলা করে। আমরা জেলা যুবলীগ এ হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং হামলাকারীদের দ্রুত গ্রেফতার করার দাবী জানাই।