ফুলবাড়ীয়ায় প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতির নির্বাচন অনুষ্ঠিত
আপডেটঃ 8:27 pm | March 12, 2017

মো. শহিদুল ইসলামঃ বাংলাদেশ প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতি ফুলবাড়ীয়া উপজেলা শাখার সভাপতি ও সাধারন সম্পাদক পদে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার ফুলবাড়ীয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে সকাল ১০টা থেকে বিরতিহীনভাবে বিকেল ৪ টা পর্যন্ত শান্তিপূর্ণ ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
উপজেলার ৯৬টি প্রাথমিক বিদ্যালয়ের ৩৯৩ জন শিক্ষক ভোটারের মধ্যে ৩৩০ জন ভোটাধিকার প্রয়োগ করেন। সভাপতি পদে মোঃ চান মিঞা ২০৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
প্রতিদ্বন্দ্বি প্রার্থী এস.এম মোমেনুল ইসলাম সেলিম পেয়েছেন ১১১ ভোট। সাধারন সম্পাদক পদে মোখলেছুর রহমান ২২১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
প্রতিদ্বন্দ্বি প্রার্থী মীর মোঃ সাইফুল ইসলাম পেয়েছেন ১০০ ভোট। রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করেন জেলা প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতির সভাপতি হাবিবুর রহমান খোকন ও সাধারন সম্পাদক আবু আহাম্মদ সাইফুল¬াহ প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন ।