সাবেক এম.পি মরহুম রজব আলী ফকির এর ২৪তম মৃত্যু বার্ষিকী
আপডেটঃ 11:55 pm | March 13, 2017

সেলিম রানা .ফুলপুর ॥ ময়মনসিংহ ফুলপুর উপজেলা সোমবার দুপুর ৪ টায়,সাবেক সংসদ সদস্য শাহ শহীদ সারোয়ারের পিতাঃ মরহুম রজব আলী ফকির এর ২৪ তম মৃত্যু বার্ষিকী ও দোয়া মিল্লাত আয়োজন করা হয়েছে।
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক সভাপতি মো ঃ আব্দুল বাক্কী খান বিএনপি, বিশেষ অতিথি উপস্থিত ছিলেন ময়মনসিংহ যুবদলের সভাপতি মো ঃ কামরুল জামান লিটন ,ফুলপুর পৌরসভা মেয়র মোঃ আমিনুল হক ,অনুষ্টানে সভাপতি করেন মোঃ এমদাদত হোসেন , বিএনপি সাধারণ সম্পাক মো ঃ সামছুল হক মো ঃ আমজত সরকার ফুলপুর বিএনপি যুগ্ন সাধারণ সম্পাদক ,ফুলপুর যুগ্ন সাধারণ সম্পাদক মো মফিদুল ফকির , ফুলপুর যুগ্ন সাধারণ সম্পাদক মো ঃ গুলজার হোসেন , মো ঃ এবি সিদ্দিক , মো ঃ ভুল মিয়া , মো ঃ বাবুল মিয়া ,ফুলপুর বিএনপি যুগ্ন সাধারণ সম্পাদক ,ফুলপুর যুবদলে সভাপতি সানুয়ার হোসেন , যুবদলে সাধারণ সম্পাদ মোঃ বিপুল ফকির ,ছাত্রদলের মোঃ টুটুল প্রমুখ।